মোবাইল দিয়ে টাকা ইনকাম
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটা আকর্ষনীয় বিষয়। প্রযুক্তির নির্ভর যুগে স্মার্ট মোবাইল ছাড়া মানুষের জীবন প্রায় অচল। চলুন আজ আমরা জেনে নেই এই অতীব প্রয়োজনীয় মোবাইল দিয়ে কত সহজে টাকা ইনকাম করা যায়।
সম্পদের সিংহভাগ নিয়ন্ত্রনই আছে অল্প সংখ্যক মানুষের হাতে। আর সীমিত পরিসরে সম
্পদ আছে বিপুল সংখ্যক মানুষের কাছে। এই অল্প সংখ্যক মানুষ জানে না কি ভাবে বা কোন
উপায়ে টাকা ইনকাম করতে হয়। চলুন আজ আমরাও জেনে নেই আমাদের নিত্যসঙ্গী মোবাইল ফোন
দিয়ে কি ভাবে বা কি উপায়ে টাকা ইনকাম করতে পারি খুব সহজে কি কি উপায়ে।
পোস্ট সূচিপত্রঃ
মোবাইল দিয়ে টাকা ইনকাম
মোবাইল দিয়ে টাকা ইনকাম অনলাইনে কিছু জনপ্রিয় মাধ্যম দিয়ে করা যায়। অনলাইনে
দুই ভাবে ইনকাম করা যায়। যথা- অ্যাকটিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম । আপানি
ইনকামের যে উপায়টিই পছন্দ করুন বা দুটোই পছন্দ করুন সবই পারবেন আপনার মোবইল
দিয়ে। তবে আমাদের বাংলাদেশে অ্যাকটিভ ইনকামের সংখ্যাই বেশি।।
টাকা ইনকাম করার জন্য মোবাইলের যে কত প্লাটফর্ম আছে মানুষের অজানা। আপনি এসব
প্লাটফর্মে মোবাইল দিয়ে কাজ করে টাকা ইনকামের মাধ্যমে সফলতার চরম শিখরে
পৌছাতে পারেন। পারেন টাকা ইনকামের মাধ্যমে নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা
ফেরাতে ও দারিদ্রতা হতে চির মুক্তি পেতে।
মোবাইল দিয়েই টাকা ইনকাম কেন?মোবাইল দেয়ে টাকা ইনকামের অন্যতম কারণ হলো তথ্য
-প্রযুক্তির যুগে প্রয়োজনীয় সকল কাজ ঘরে বসে মোবইল দিয়েই করা সম্ভব।
স্মার্টফোন বা এ্যন্ড্রয়েট মোবাইলের ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
মোবাইল কোম্পানি গুলো আকর্ষণীয় ফিচাররের মোবাইল বাজারে নিয়ে আসছে প্রতিনিয়ত।
যা ব্যবহার করে মানুষ দৈনিক ঘরে বসে ৫০০-১০০০ টাকা বা তার চেয়েও বেশি ইনকাম
করতে পারে।
মোবাইল দিয়ে গেম খেলে, আর্টিকেল লিখে বা অন্য যে কোন অনলাইন প্লাটফর্মে কাজ
করে অতি সহজেই বিকাশ, নগদে পেমেন্ট নেওয়া যায়।
মোবাইল দিয়ে যে কোন জায়গা থেকে যে কোন সময়ে কাজ করা যায়। তাই প্রতিনিয়ত মোবইল
দিযে লক্ষ লক্ষ টাকা ইনকাম সম্ভব। যদি আপনার ইচ্ছা শক্তি ও ধৈর্য থাকে।
মোবাইল দিয়ে টাকা ইনকাম কি ভাবে শিখবো?
মোবাইল দিয়ে টাকা ইনকাম শেখা খুবই সহজ। এর জন্য আপনার প্রয়োজন একটা শক্তিশালী
প্রসেসর র্যামযুক্ত মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এরপর মোবাইল দিয়ে টাকা
ইনকামের বিভিন্ন উপায় শেখার এমন কিছু অ্যাপস।আপনার হাতের কাছে যদি কোন আইটি
সেন্টার থাকে সেখানে গিয়ে সাহায্য নিতে পারেন।
তারা কি ধরণের অ্যাপস ব্যবহার করে তেমন েএকটি অ্যাপস আপনি আপনার মোবইলে
ইন্সটল করুন।অনলাইনে ইনকামের উপায় শেখায় এমন কিছু অ্যাপস হলো google, meet,
zoom ইত্যাদি। এই অ্যাপস গুলো অনুসরনণ করে আপনি অতি সহজেই টাকা ইনকাম করতে
পারবেন আপনার হাতের ছোট্ট মোবাইল যন্ত্রটি দিয়ে।
বর্তমানে স্মার্ট ফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর বিষয়। আপনারও নিশ্চয়
একটা ভালো মানের মোবাইল আছে ।যেটার সাহায্যে আপনি ফেসবুক স্ক্রোল করে ঘণ্টার
পর ঘণ্টা অপচয় । ইউটিউব দেখে সময় কাটান। কিন্তু আপনি যদি অনলাইন ইনকামের
ক্ষেত্রে মোবাইলের ব্যবহার জেনে নেন তাহলে আপনিও মোবাইল দিয়ে সহজেই টাকা
ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে টাকা ইনকামের একটি সহজ মাধ্যম হলো গেম। বর্তমান অধুনিক যুগে এসে
ছেলে-মেয়েরা গেতমের প্রতি খুবই আসক্ত। প্রতিদিন তাদের গুরুত্বপূর্ণ সময়
মোবাইলে গেম খেলে নষ্ট করছে। অযথা সময় নষ্ট নাক করে মোবাইলে গেম খেলাকে টাকা
ইনকামের মাধ্যম করতে পারেন। অনেক গেমিং অ্যাপস আছে ।
যেখানে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করা যায়। এই টাকা আপনি নগদ, বিকাশের
মাধ্যমে খুব সহজে আপনার মোবইলে পেমেন্ট নিতে পারবেন।
মোবাইলে টাকা ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম হলো ব্লগিং করে আয় করা। ব্লগিং করে
মানুষ এখন লক্ষ লক্ষ টাকা অনলাইনে ইনকাম করে শুধু মোবাইল দিয়েই। এর জন্য
প্রয়োজন একটি ওয়েবসাইট। তারপর সেখানে লেখালেখি করতে হবে এজন্য আপনাকে একটি
ডোমেইন কিনতে হবে আপনি চাইলে ফ্রিতে ব্লগিং করতে পারবেন।
কিংবা আপনি হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করতে পারেন।গুগল এডসেন্স বা
অন্য কোন এড নেটওয়ার্ক দিয়ে আপনার ওয়োবসাটি মনিটাইজ করতে হবে ব্লগিং করে
ইনকাম করার জন্য। তবেই আপনার ব্লগিং ওয়েবসাইটে উক্ত এড নেটওয়ার্কের এ্যাড
দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগাররা এখন গুগল এডসেন্স এর মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে মোবাইল
দিয়ে।
এটা ছেলে-মেয়ে উভয়ই করতে পারে। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রী ব্লগিং করে
তাঁদের খরচ চালাতে পারে।এমন কি গৃহিণীরা সংসারের কাজের ফাঁকে ফাঁকে মোবাইল
দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারে।
মোবাইলে ইউটিউব ভিডিও থেকে টাকা ইনকাম
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার জন্য বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েব সাইট
হলো ইউটিউব। যেখানে মিলিয়ন মিলিয়ন ভিডিও আপলোড হচ্ছে প্রতিনিয়ত আপনিও যদি চান
ইউটিউব থেকে মোবাইল দিয়ে টা্কৃহিণী ইনকাম করবেন তবে মানুষের প্রয়োজন আছে এমন
বিষয় নিযে ভিডিও তৈরি করুন। ইউটিউবে এই ভিডিও আপলোড করে মোবাইল দিয়ে অনায়াসে
টাকা ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার জন্য অপনাকে প্রথমে একটি
ইউটিউব চ্যানেল খুলতে হবে। সেখানে মানুষের প্রতি দিনকার প্রয়োজনীয় জিনিস নিয়ে
ভিডিও বানিয়ে আপলোড করতে থাকুন। আপনার চ্যানেলের ভিডিওতে ৪ হাজার ঘন্টার ওয়াচ
টাইম পূর্ণ হলে এবং ১০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে আপনি গুগল এডসেন্সের জন্য
আবেদন করতে পারবেন।
গুগলেএডসেন্সের মনিটাইজেশন পেয়ে গেরে আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাডসেন্সের
বিজ্ঞাপন দেখিয়ে ভালো পরিমান টাকা আয় করতে পারবেন শুধু আপনার মোবাইল দিয়ে। এর
জন্য প্রয়োজন আপনার একান্ত পরিশ্রম ও আত্মবিশ্বাস। মানুষের নিত্য প্রয়োজনীয়
জিনিস গুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করুন। দেখুন সফলতা আপনার হাতে কেমন করে
ধরা দেয়।
আর্টিকেল লিখে মোবাইল দিয়ে টাকা ইনকাম
মোবাইল দিয়ে টাকা ইনকামের আরও আকটি জনপ্রিয় মাধ্যম হলো আর্টিকেল লিখে আয় করা।
আপনার যদি লেখা-লেখি করতে ভালো লাগে এবং আপনি তা থেকে ইনকাম করতে চান তাহলে
পছন্দের যোা কোন বিষয় যেমন:- স্বাস্থ্য, তথ্য, প্রযুক্তি, শিক্ষা,
খেলাধুলা,ধর্মীয় বিষয় ও সমকালীন যে কোন বিষয় নিয়ে লিখতে পারবেন।
আর এর জন্য শুধু আপনার হাতের এন্ডড্রয়েট ফোনটি যথেষ্ট সাথে ইন্টারনেট
ব্যবস্থা থাকলেই হবে। তাহলে আপনি আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম করতে পারবেন
মোবাইলে ঘরে বসে। অনেকেই একন ব্লগ আর্টিকেল লিখে মার্কেটপ্লেস থেকে ভালো
পরিমাণ টাকা ইনকাম করছে।এখানে আর্টিকেল লেখা বলতে বুঝানো হয়েছে আপনাকে এমন
বিষয় লিখতে হবে যা মানুষ জানতে চায় বা মানুষের জানার কৌতুহল আছে।
যেমন আপনার একটি ফ্রিজ দরকার। এখন এর দাম যদি জানার প্রয়োজন হয় তবে আপনি
গুগলে সার্চ দেন। ঠিক তেমনি সারা বিশ্বে প্রায় সবাই বিভিন্ন সার্চ ইঞ্জিনে
তাদের প্রযোজনীয় জিনিস নিয়ে সার্চ দেয়। তাই মানুষ যেসব বিষয় নিয়ে গুগলে বা
অন্যান্য সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকে সে সব বিষয় নিয়ে লিখতে হবে।
আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে যেমন:- ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এ গিয়ে
আর্টিকেল লিখে আয় করতে পারবেন মোবইলের মাধ্যমে। প্রতিনিয়ত অসংখ্য ওয়েবসাইট
তৈরি হচ্ছে যার জন্য প্রযোজন কনটেন্ট রাইটার। তাই আপনি খুব সহজেই এই সেক্টর
থোকে টাকা ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে।
মোবাইল দিয়ে টাকা ইনকামের জন্য ফেসবুক হতে পারে সেরা একটি উপায় পৃথিবীর
সবচেয়ে বড় সোস্যাল মিডিয়া হলো ফেসবুক। ফেসবুক ব্যবহার করে না এমন মানুষের
সংখ্যা পৃথিবীতে খুবই কম। আপনারও নিশ্চয় একটি ফেসবুক একাউন্ট আছে। যা দিয়ে
আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
প্রতিদিন লক্ষাধিক ফেসবুক একাউন্ট খোলা হচ্ছে। যেখানে ঘন্টার পর ঘন্টা মানুষ
স্ক্রল করে সময় নষ্ট করছে। অথচ একটি ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ থাকলে সেখান
থেকে রিল ভিডিও আপলোড করে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এজন্য প্রয়োজন শুধু
একটা স্মার্ট ফোন, ইন্টারনেট এবং যে ফেসবুক একাউন্ট দিয়ে কাজ করবেন সেটার
প্রফেশনাল মোড অন থাকতে হবে।
আপনার পেসবুক পেজের সর্বশেষ ৬০ দিনের ভিতর প্রতি ৩ মিনিটে ভিডিওতে কমপক্ষে ১
মিনিট ভিউ হবে ৩০ হাজার এবং ১ হাজার লাইক বা ফলোয়ার হলেই আপনি গুগল
মনিটাইজেশন পেয়ে যাবেন। যা মোবাইল দিয়ে টাকা ইনকামের দার উন্মুক্ত করে দেবে।
মোবাইলে টাকা ইনকামের আরও একটি জনপ্রিয় উপায় হলো কোর্স বিক্রি। আপনার যদি কোন
বিষয়ে দক্ষতা থাকে তাহলে আপনি মোবাইল দিয়ে লাইভ ক্লাস করাতে পারেন। বর্তমানে
বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শিক্ষা ব্যবস্থা হলো অনলাইন শিক্ষা। করনাকালীন সময়ে
বিভিন্ন বিষয়ের উপর কোর্স করিয়ে মোবাইল দিয়ে অনেকেই হাজার হাজার টাকা ইনকাম
করছে।
মোবাইল দিয়ে কোর্স বিক্রি করে টাকা ইনকামের সবচেযে সুবিধাজনক বিষয়টা হলো যে
কোন জায়গা থেকে যে কোন সময় ক্লাস করা যায়।বর্তমানে মোবাইল ফোনে বিভিন্ন বিষয়
পাওয়া যায়। যা মানুষের বিভিন্ন উপকারে লাগে। রান্না, চিকিৎসা,স্বাস্থ্য,
শিক্ষা, বিজ্ঞান,লাইফ স্টাইল,সমকালীন তথ্য ইত্যাদি বিষয়ের সাথে মানুষ ওতপ্রোত
ভাবে জড়িত।
এসব বিষয় যেমন রান্না নিয়ে একটা কোর্স তৈরি করতে পারেন। যেখান থেকে মানুষ
বিভিন্ন রান্না শিখে নিজেদের আয়ের পথ পেলো আর আপনারও কোর্স বিক্রির মাধ্যমে
টাকা ইনকাম হল।আর এই সব কাজ শুধু মোবাইল দিয়েই করতে পারবেন। এখানে আপনার
বিপুল পরিমাণে মূলধন দরকার হবে না। শুধু একটা স্মার্ট ফোন আর ইন্টারনেট সংযোগ
লাগবে।
আজ আমাদের পোস্টের আলোচ্য মুল বিষয় মোবাইল দিয়ে টাকা ইনকাম। আমরা প্রতিদিন কত
ঘন্টা শুধু মোবইলে বিনোদন পাওয়ার জন্য ব্যয় করি। কিন্তু এই সময়টা যদি টাকা
ইনকামের জন্য ব্যয় হয় তাই আজ আপনাদের জন্য এই আলোচনা। যাতে করে উপরোক্ত
বিষয়গুলোর মধ্যে থেকে আপনার পছন্দের যে কোন একটি বিষয় যা থেকে মোবাইলের
মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।
সে সম্পর্কে আপনি জানতে পারেন ও শিখতে পারেন।আমার কাছে মোবাইল দিয়ে টাকা
ইনকামের জন্য ব্লগিং এবং আর্টিকেল রাইটিং কে গ্রহণযোগ্য বলে মনে হয়। কেন না
যে কোন বয়সের মানুষ ঘরে বসে অনায়াসে মোবাইল দিয়ে এই কাজ দুটি করতে পাবেন।
প্রিয় পাঠকগন আমাদের পোষ্ট যদি ভালো লাগে ও আপনারা উপকৃত হন তাহলে আমাদের
সাথেই থাকুন। আপনাদের পাঠ স্পিহা আমাদের আরও লিখতে অনুপ্রাণিত করবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url